আমার গানের পদ ধরে আমার কেউ বিচার করো না
আমার গানে যা আছে তা প্রাণে খুঁজলে পাবে না।।
দেলবাগিচায় নাই যে বৃক্ষের মূল
কল্পলতায় গল্প কথায় ফুটালাম সে ফুল;
শুধু জীবন ভরে করিলাম ভুল
ফুল ফুটলো ফল ধরলো না।।
কর্মশূন্য ধর্মের ভাব লয়ে
যমের নেশায় দশের কাছে রসের কথা কয়ে;
তোমরা কেহ যেন এমন হয়ে
আমার মতো মরো না।।
আমি গানের মাঝে যা কয়ে গেলাম
তার শতাংশের এক অংশ যদি কাজে করিতাম;
আমি পরমহংস হয়ে যেতাম
এড়াইতাম সব যন্ত্রণা।।
পাগল বিজয় বলে, নাই মোর অন্যবল
সাধু গুরুর করুণা এই জীবনের সম্বল;
আমি সেই ভরসায় আছি কেবল
শেষের দিনের সান্ত্বনা।।