আমার ঘুম ভাংগিয়া দিলো গো
মরার কোকিলে
আমায় উদাসী বানায়াইয়া গেলো
বসন্তের ও কালে গো
মরার কোকিলে।।
বনের কোকিল মনের কথা
কয়না আমায় খুলে
ফাগুনের ই আগুন দিয়া
মারে তিলে তিলে
ছাতু ছোলা খায়না কোকিল
আদর কইরা দিলে গো
মরার কোকিলে।।
আমি কানতে কানতে ঘুমাই যখন
নিশি রাইতের কালে
ঘুম আসিলে স্বপ্নে দেখি
আমি বন্ধুর কোলে
কত হাতে ধইরা আদর কইরা
ফুল দেয় খোপার চুলে গো
মরার কোকিলে।।
উইড়া যারে বনের কোকিল
উইড়া যা জংগলে
আমার মাথার কিরা দিলাম তোরে
আর ডাকিস না ডালে
মাতাল রাজ্জাকেরে মাইরা লাভ কি
বিষ মাখা জংগলে গো
মরার কোকিলে।।