আমার জীবন যাইবার আগে, আমার পরান যাইবার আগে
একবার দেখাও তারে,
ও তার আশার আশায় জীবন গেল
জ্বালা আর সহে না অন্তরে।।
তারে না দেখিয়া যদি মরি
তোমার যত সহচরি গো,
সোনা বন্ধুর নামটি কর্ণভরি
শোনাইও আমারে গো।।
আমার যত নয়ন বারি
রাখিও কোটরায় ভরি গো,
আমার বন্ধু এলে চরণ
তারে ধোয়াইও এই জলে গো।।
আমি মরলে করিস এই কাম
কেটে রাখিস আমার বুকের চামগো,
সোনা বন্ধু এলে বসতে দিও
সেই না কাটা চামের পরে গো।।
বইসা কাটা চামের পরে
আমার কথা যদি মনে পরে গো,
ভেবে দেওয়ান মালেকে কয়
সফল জনম হবে এ সংসারে গো।।