আমার জ্বালা পুড়া কত প্ৰাণে সয় প্ৰাণ বন্ধুরে
তোর লাগি জীবন কইলাম ক্ষয়।।
বন্ধুরে তোমারে ভালবাসি এ দুনিয়ায় হইলাম দোষী
পাড়ার লোকে কত মন্দ কয়–তোমারে দেখিব বলে
ঘরের জল বাইরে ফেলে জলে যাব মনে আশা হয়।
বন্ধুরে কলসী যখন লই কাখে শ্বশুড়ী ননদী দেখে
তারা বলে কৈ যাও অসময়।
শ্বশুড়ী ননদী ঘরে সদায় যন্ত্রণা করে
কাল স্বামীর দেখায় কত ভয়।
বন্ধু রে—ভাইবে রাধারমণ বলে না জানিয়া প্ৰেম করিলে
নয়ন জলে বুক ভাসাঁইতে হয়।
জানিয়া যে জন প্ৰেম করে–ডুবিয়া আনল সাগরে
দূরে দিছে কাল সুয়ামীর ভয়।