আমার নিদান দেখে ফেলে গেলি রে,
কোথায় লুকালি হরিচাঁদ পরাণ পুতলি।
কাঙ্গালের ধন, দুখ নিবারণ, দুঃখীর পরাণ জুড়ালী,
ও তুই কোন বিচারে আমার শিরে, দিলি ক্যান দুঃখের ডালি।।
ভক্তের অধীন নাম ভক্তাধীন, দয়াময় নাম ধরিলী,
আমি ভক্তি শূন্য দীন দৈন্য আমায় ক্যান নিদয় হলি।
দীনবন্ধু ভবসিন্ধু তরাতে নাবিক হলি,
আমার নাইকো কড়ি, দীন ভিখারী কুলে বসে কান্দালি।।
কাউকে রাজা কাউকে প্রজা কাউকে কাঙ্গাল সাজালি,
ও কারুর বুকের মানিক কেড়ে নিয়ে দুখ সাগরে ভাসালি।।
ডেকে বলে তারকচন্দ্র অশ্বিনী তোরে বলি,
এমন প্রেমের বাজার ভেঙ্গে গেল, ও তুই কার আশায় বসে রলি।।