ভবঘুরেকথা
শ্রীরূপ ক্ষেপা

শ্রী গুরু বিনে সম্বন্ধে কার সাথে, আমার পঞ্চ ভূতের দেহেতে।।
যার বিনে সব অন্ধকার, সে বিনে কে আছে আর,
এভব পারাবার পার করতে।।

যার হুঙ্কারে সপ্তনদী,
সাড়ে তিন কোটি নদী ঊর্ধ্বে অধ:ধায় নিরবধি, ব্রহ্ম বিষ্ণু নিরঞ্জন,
ভয়ে কাঁপে তিন জন, ভীষণ গর্জ্জন ধ্বনি।।

হরি ব্রহ্মা সদা শ্যামলিব, বুদ্ধ খ্রিস্টান মহম্মদ হানিফ,
পীর ফেরেস্তা স্থাবর জঙ্গম মসজিদ, যাঁর করুণায় জগৎ বাঁচে,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সর্ব্ব ঘটে যার অনুষ্ঠান,
অন্তর্যামী জগৎস্বামী যাঁর নাম, করুণার রশি ধরে,
সবে টানাটানি করে, সেই জগন্নাথ টান পড়ে কোন রথে।।

এলোচুল সর্বনাশী, লোল জিহ্বা অট্টহাসি,
চৌদ্দ ভুবন ফেলাচ্ছে গ্রাসি, মায়া কিঙ্করে যার,
দয়অ না হলে তাঁর হাতে নিস্তার কে করে।।

জগৎলোটে যে এক মদন, মদন কে যে করে মৈথুন
নাম শ্রীপাট পরাৎপর কোথাতে।।

অনন্ত ব্রহ্মাণ্ড হইল নষ্ট, জীবের মনে কয় শ্রীরূপারে,
পাবিনা পাবিনা তারে, আত্ম সুখ থাকিতে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!