আমার পূরবের বাংলারে গরবের জন্মস্থান
সারা এই পৃথিবীর সেরা প্রকৃতির বিধান।।
ভরা ঐ ভাদরের ক্ষেতে
সবুজ রংয়ের চাঁদর পেতে
আদরে সোহাগে মেতে করিয়ে আহবান।
পদ্মবনে থোকা থোকা
বিলবিহগী পলাতকা
শুঁধি-শালুক চোখাচোখা
জলো ফুলবাগান।।
আগন মাসে ভাঙ্গন লাগে
সবুজ নেশায় বিদায় মাগে
সোনালি রঙ মাঠে জাগে পেকে ওঠে ধান।
উঁচু নিচু জমি সমেত
সোনার পাতে ঢেকে যায় ক্ষেত
নবান্নোৎসবে সমবেত
হিন্দু মুসলমান।।
কচি মায়ার রাখাল ছেলে
প্রাণের দরদ নিয়ে মেলে
মেঠো খেলা কতো খেলে সব যেন একজন;
ধেনু চরে অবিরত
বেণু বাজে রুচি মতো
বসে বসে শুনি কতো
রাখালিয়া গান।।
এই দেশের এই মাটির ধুলি
বন উপবন নদীগুলি
বিজয় কয়, কেমনে ভুলি মাতৃভূমির দান;
স্বাধীন দেশের এই ক্ষেতখামার
বাস করতে ভাই কি ভয় তোমার
ছাড়বো না যত দিন আমার
দেহে আছে প্রাণ।।