আমার প্রাণের খবর কইয়ো রে
সখা প্রাণেশ্বরী যথা;
আমি যতোই থাকি দূরে সুদূর মধুপুরে
তবু ভুলি নাই তার কথা।।
পেলেম কতো নতুন রাজা
যতন সাহায্য স্বজন বান্ধবতা;
আমি যতো কিছু বেশি পাই
কি যেন কি পাই না ভাই
অসার এ-রজতা।।
ছিলাম যে-সুখেতে গোকুলে
পানি না গো খুলে বলিতে সে-কথা;
যেন সুখ স্বপনস সম
গোপন প্রাণে মম
সদা জাগিছে সেই ব্যথা।।
আকি করিয়ে অযত্ন হারিয়েছি রত্ন
সব করেছি বৃথা
শুকায় গোকুল গহনে
আকুল দহনে
সেই মাধবীলতা।।
আমি হারানো আনন্দ পরানের ছন্দ
মিলবে কি ভাই হেথা;
পাগল বিজয় বলে, বধু
রাধা পদ্ম মধু
বলো, কুবজা পাবে কোথা।।