(তাল – ঝাপ)
আমার প্রাণের দরদি হে এসে কর হে পার।
আমি অকুল ভবেদি নীরে হে,
তব বলে দিলেম সাঁতার।।
১। (বহে) তরঙ্গ এদিন রজনী, ভয়েতে কাঁপছে পরানী।
তুমি এসে হরি নিরাদ মনি হে, অকুল নীরে তরাও কিনার।।
২। ভাব দরিয়ার অতল বার, ঘোর তুফানে প্রাণে মরি।
(দিয়ে) অকুল নেয়ে পদতরি হে, শুনি পার কান্ডারির কান্ড অপার।
৩। বিপ্লব ঝটিকা জোরে, সঙ্গী সবে গেছে ছেড়ে।
আমায় এই সঙ্কটে কেবা ধরে হে, তুমি বিনে কে আছে আর।।
৪। ভবাদি দরিয়ার পারে, যেতে বাঞ্ছা নাই অন্তরে।
দীনাবলে সকাতরে হে, হরি গোসাই তরাও এবার।।
…………………………….
রাগিনী – কাহিনা