(তাল-ঠুংরী)
আমার প্রাণ ঘৃত আহুতি দিলেম, হে গুরু তোমার নাম যজ্ঞে।
আমার কঠিন হৃদয় হে দয়াময়,
(তোমায়) দিলেম এখন যা দেও আজ্ঞে।।
১। আমি জ্ঞানের অগ্নি জ্বেলেছি এবার,
(মায়া) বিল্বপত্রে, ঘৃত মেখে, দিলেম তার উপর।
দিলেম জীবন যৌবন, ও গুরুধন, কর যা হয় উপযুগ্যে।
২। ভক্তি চন্দন দিলেম পদঠাঁই,
আনন্দেতে নেচে বেড়ায় আমার ভাগ্যজোড়ের ভাই।
আমার বিবেক বুদ্ধি পুত্র দুইজন, মগ্ন হয়ে নাচে অগ্রে।।
৩। প্রেম অনুরাগ সহায় রেখে তায়,
যজ্ঞ করি কাতর হিয়ে, তোমারি আশায়।
আমার বলতে যে সব ছিল, সব দিলেম ঐ মহাযজ্ঞে।।
৪। দীনা কয় মোর চিত্ত গুহে,
আমোদ আহ্লাদ দিবানিশি আছে উৎসাহে।
জ্বেলে পঞ্চবাতি করি স্তুতি, হরি গোসাইর ঐ সু-আজ্ঞে।
………………………………
বিচ্ছেদ
রাগিনী-অরুণ ভেরি