আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া
শ্যামের বাঁশি ডাকে জয়রাধা বলিয়া।।
বাঁশিতে ভরিয়া মধু আকুল কৈলায় কুলবধূ
বন্ধে বাজায় বাঁশি নিকুঞ্জে বসিয়া।
প্ৰাণ কান্দে সই শ্যামচন্দের লাগিয়া।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
শ্যামে বাজায় বাঁশি নিগুঢ়ে বসিয়া।
আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া
শ্যামের বাঁশি ডাকে জয়রাধা বলিয়া।।
বাঁশিতে ভরিয়া মধু আকুল কৈলায় কুলবধূ
বন্ধে বাজায় বাঁশি নিকুঞ্জে বসিয়া।
প্ৰাণ কান্দে সই শ্যামচন্দের লাগিয়া।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
শ্যামে বাজায় বাঁশি নিগুঢ়ে বসিয়া।