(তাল ঠুংরী)
আমার প্রাণ নিয়েছে প্রাণ বল্লভে-
মন হল মোর বিদেশবাসী।।
বেড়াই দেশ বিদেশে, হা হুতাসে, দুঃখের তরঙ্গে ভাসি।
১। হয় না দেখা প্রাণ বন্ধুর সনে,
(আমায়) বহুদিন হয়ে ছেড়ে গেল নাই বুঝি মনে
রইল কোথায় গিয়ে, কেমন হিয়ে, দয়াময়া নাই এক মসি।।
২। অসহ্য বিরহে অনলে, তার জন্য হৃদপর্ণ কুঠীর
আমার যায় জুইলে।
আমি হায় কি করি, সহচরি, হল মন আমার হুতাশি।।
৩। যাব আমি প্রাণ বন্ধু কাছে,
চরণের দাস হয়ে রব, সে যথায় আসে।
আমি চরণ পাশে, মন উল্লাসে, বসে রব দিবানিশি।।
৪। মন আমার হল চঞ্চলা, প্রেম নিধি তরঙ্গিনী, হল উতলা।
দীনা কয় অন্তিমের বেলা, হরি হই যেন চরণের দাসী।।
…………………………………..
রাগিনী-অরুণ ভেরি