আমার প্রাণ বন্ধুয়ার দেশে রে
আমি কোন পথে যাই শুধাই কার কাছে।
আমি দিশেহারা পাগলাপারা
আমার পথ হারায়ে গেছেরে।।
মনের ডাকে চলি আমি অজানা পথ বেয়ে
হারানো পথ খুঁজে না পাই কেউ দেখে না চেয়ে
এলো আঁধারে দিক ছেয়ে;
আমি এতো কাল তারে না পেয়ে
আমার কেমনে প্রাণ বাঁচেরে।।
সাত সমুদ্র তের নদী পার হয়ে তারপর
তেপান্তরের মাঠের শেষে ময়নামতির চর-
সে-দেশ অতি মনোহর;
আমার প্রাণ বন্ধু সেই চরের উপর
এক ঘর বাঁধিয়া আছে রে।।
পাখির মতো পাখা যদি থাকতো আমার গায়
উড়ে গিয়ে পড়তেম আমি সেই যে সোনারগাঁয়-
সোনা বন্ধু যে জায়গায়;
আমি বাসা বাঁধতাম মনের আশায়
ও তার ফুলবাগিচার পাশে।।
পাগল বিজয় বলে চিনলেম না সেই মানুষ রতন
কবে হবো মন মানুষেরে মনের মতন
করবো মানুষের যতন;
আমার নিরস এই দেহ-প্রাণ-মন
তার প্রীতি-পরশ যাচে।।