ভবঘুরেকথা
বিজয় সরকার

আমার বন্ধু যদি থাকে সুখে
আমার দু:খের সেই তো সান্ত্বনা;
হয় না যে ফুলে তার মনের প্রীতি গো
হারে আমি তার পূজায় তা আনবো না।।

তার যে সকল নিষ্ঠুরতা
তাতে কতো মধুরতা
না মানিলে কেউ সে-কথা
খুলে বলবো না,
আমি তারে যাহা জানিয়াছি রে
আমি তার বেশি আর জানবো না।।

প্রিয়তমের প্রেম বিরহে
নিরন্তর মোর অন্তর দহে
যতদিন দেহে প্রাণ রহে
সইবো বেদনা;
তার ভালোবাসা বুকে নিয়ে রে
ভুলে যাবো সকল যন্ত্রণা।।

না বুঝলো সে আমার সোহাগ
তবু মোর বাড়ে অনুরাগ
আমার এই জ্বালা পোড়ার ভাগ
তাকে দিবো না;
হারে এ-যে পোড়া বিষম পোড়া রে
পরান বন্ধুর প্রাণে সইবে না।।

মজায়ে তার বাঁশির সুরে
দেয় না ধরা যায় না দূরে
বিরহির নয়ন ঝুরে
যেন ঝরনা;
পাগল বিজয় বলে, এমনি করে রে
খেলে নিষ্ঠুর খেলা সেই আনমনা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!