ভবঘুরেকথা

আমার বাণী আমার
প্রাণে লাগে-
যত তোমায় ডাকি,
আমার আপন হৃদয় জাগে ॥

শুধু তোমায় চাওয়া
সেও আমার পাওয়া,
তাই তো পরান পরানপণে
হাত বাড়িয়ে মাগে ॥

হায় অশক্ত,
ভয়ে থাকিস পিছে।
লাগলে সেবায় অশক্তি তোর
আপনি হবে মিছে।
পথ দেখাবার তরে
যাব কাহার ঘরে-
যেমনি আমি চলি, তোমার
প্রদীপ চলে আগে ॥

……………………….
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!