ভবঘুরেকথা
পাগলা কানাই

পাগল কানাই বলে, আমার বুড়োকাল হলো।
ভবে কার লেগে করলাম এত,
ভবে এসে প্রেমে মজে আমার পরকাল মুদ্রিত।
আমি লোহা লয়ে ঘুরে বেড়াই কামারের কাছে;
আমি শুনেছি লোকের মুখে-
রথ খানি গড়ে কামার সে গিছে উপর তালাতে।।
আর রথ-গড়া কামিলকার যদি নাগাল কেহ পাতো
ভবে তার মানব-জনম বাঞ্ছাপূর্ণ হতো-
ছুতোর বাড়ি যেতো।
সে রথ দেখতে পরিপাটি,
তার সর্ব অঙ্গে ঝাঁঝরা কাটা
-খোপে খোপে জ্বলছে বাতি,
কোন্ দিন যেন এই সাধের রথ ফেলে আমায়
হবি যাইতি।
::দেহতত্ত্ব

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!