ফরিয়াদে এ গাউসুল আজম মাইজভান্ডারী।
আমার বেলায় নিষ্ঠুর কেন ওরে বাবাজান।।
যদি হাজার লোকে পাইতে পাইতে পারে
তোমার দয়ার দান,
আমার বেলায় নিষ্ঠুর কেন
ওরে বাবাজান।।
তুমি ভাগ্য বদলাও
কপাল খুলে যায় যারে সুনজরে চাও
ধনী গরীব রাজাপ্রজা
তোমার কাছে এক সমান;
আমার বেলায় নিষ্ঠুর কেন
ওরে বাবাজান।।
আমি, বিদ্যাবুদ্ধিহীন
সংসার নিয়া আছি পড়ে স্ত্রী পুত্রের অধীন
দয়াল কখন তোমার ডাক আসিবে
মিলন মধু করব পান;
আমার বেলায় নিষ্ঠুর কেন
ওরে বাবাজান।।
দীন গফুর হালীর মন
শুনে না কারো কথা মানে না শাসন
অন্তরেতে মাইজভান্ডারী
বাহিরে দুনিয়ার টান;
আমার বেলায় নিষ্ঠুর কেন
ওরে বাবাজান।।