ভবঘুরেকথা
বিজয় সরকার

আমার মনচলো যাই ভ্রমণে
আর কেহ নয় তুমি আমি শুধ দুজনে।
যেথায় জনগণের কোলাহল নাই
নিবিড় নিরজনে।।

পবিত্র ব্রহ্মমুহূর্ত শুভ সুসময়
সুরভিত ভোরের হাওয়া কুসুম সুষুমায়;
যাহা বলা চলে না উপমায়
মত্ত হও আস্বাদনে।।

যেখানেতে নদী শোনায় সাগর মিলন গান
নবীন রবির আলোর আশে হাসে ফুল বাগান;
ওঠে ভোরের সঙ্গীত বিহঙ্গের তান
আরো ভ্রমর গুঞ্জনে।।

নিভে গেছে আকাশ হতে রাতের দীপালি
বিষাদ ধরাতে লুটায় ঝরা শেফালি;
এমন আজব খেলা কোন খেয়ালি
খেলিছে আপন মনে।।

সবুজভরা পাতার মাঝে ফোটা ফুল পাইয়া
সমীরণ শিহরণ জাগায় মৃদুল দোলাইয়া;
যেন নাচিছে এক সাওতালিয়া
বনকুসুমের ভূষণে।।

পাগল বিজয় বলে, সূর্য হাসে ভোরের মহিমায়
প্রভাতের পৃথিবী হাসে তারার গরিমায়;
এখন মিলায়ে লও তুমি তোমায়
শান্ত প্রকৃতির সনে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!