(তাল-ঠুংরী)
আমার মনের আগুন নিবাইবগো
মনের মানুষ পেলেম না এদেশে।
আমার মনের আগুন জ্বরছে দ্বিগুণ গো,
হারে দগ্ধ হয় হৃদি আকাশে।।
১। আমি মনের মানুষ পেতম যদি,
তারে বলতেম দুঃখ নিরবধি।
আমার ঘুচে যেত আশা নদী গো,
হারে মানুষ ধরিব কোন বেশে।।
২। আমি কেন বা এই দেশে এলেম,
আমার বন্ধু বান্ধব হারইলেম।
আমর মনের মানুষ না পাইলেম গো,
হারে আমার আপন কর্ম্ম দোষে।।
৩। আমি মন মানুষের দেশে যাব,
ও তার চরণ ধরে সদা রব।
আমার মনে আগুন নিবাইব গো,
হারে ও তার চরণ সহবাসে।।
৪। দীনা কয় মোর মন উদাসী, আমি হব ওড়াকান্দী বাসী।
হব হরিচাঁদের চরণ দাসী গো,
(হারে) হব মনেরই উল্লাসে।।
……………………………….
বিচ্ছেদ
রাগিনী-ভুরুপানী