ভবঘুরেকথা
বিজয় সরকার

আমার মনের কথা মনে রইলো শ্যামল বংশীওয়ালা
আমি নীরবে দাঁড়ায়ে কাঁদি কেলিকদম্ব তলা।।

আনাগোনা করি মনে কাছে যদি পাই
আমার গোপন স্বপনের ব্যথা বলবো তোমার ঠাঁই;
হয় না কিছু বলা।।

কতকালের কতো ব্যথা আমার প্রাণের মাঝে
তোমার মোহন মুরলির তানে যেন সেই সুর বাজে;
আমার মন লাগে না কোনো কাজে
ঘটিলো কি জ্বালা।।

ব্যাকুল বুকেতে মেরে বিরহের এক ছুরি
তুমি দাও না ধরা যাও না দূরে খেলো লুকোচুরি;
তোমার প্রেমের অভিসারে ঘুরি
নিয়ে প্রেমপিয়ালা।।

পাগল বিজয় বলে, যদি তুমি দূরে থাকো প্রিয়
তোমার গোপন ফাঁকে বাঁশির ডাকে ঘুম ভাঙ্গিয়ে দিয়ো;
আমারয় তোমার দিকে ডেকে নিয়ো
কৃষ্ণকিশোর কালা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!