(তাল-আড়া)
আমার মন পাখীতে বুঝ মানে না উপায় কি করি।
আমি দিবানিশি বুঝাই তারে রে মন,
পাখীর নয়নে ঝরে না বারি।।
১। পাখী আনন্দ হৃদি পিঞ্জরে, সপ্ত তালায় বসত করে রে
পাখী বাল ভাল আহার করে রে মন।
হরি নামে যায় না গড়াগড়ি।।
২। পাখী ঘৃত মাখন ননী খেয়ে, রল বন পানে চেয়ে রে।
আমার কি লাভ হল, পাখী পুষে রে মন,
পাখী কখন জানি যাবে উড়ি।।
৩। পাখী কেন হরি বল বলেনা, ভাবিতেছি সেই ভাবনারে।
পাখী সদা জপে কু-মন্ত্রণা রে মন,
পাখী একদিনও না বলল হরি।।
৪। পাখি হরিচাঁদের চরণ ভূলে, সর্ব্বদা কু-বুলি বলে রে।
দীনা বলে নামে পাষান গলেরে মন,
আমার মন গল্ল না জনম ভরি।।
………………………….
মনশিক্ষা
রাগিনী-ঘুগুট