আমার মন বড় দুরাশা।
বামন হয়ে হাত বাড়া’য়ে, চাঁদ ধরিতে কর প্রত্যাশা।।
যেন তেন চন্দ্র নয়’রে তমঃ সন্দ নাশা,
দেব-দৈত্য-নর, কীটাদি আর, যে চাঁদের করে ভরসা।।
যোগী ঋষি দিবানিধি যে চাঁদ বলে নেশা,
যে চাঁদ লাগি সর্বত্যাগী, শ্মশানে শিব বাঁধছে বাসা।।
গোলোকে ভূলোকে থাকে শুনতে কি তামাসা,
ভক্তের হৃদয় হচ্ছে উদয় হারে যার সরল হৃদয় দেল খোলাসা।।
চাঁদ বলে যে পড়ছে ঢলে হয়ে দশম দশা।
ও তার অন্তরে বাহিরে সদা দিতেছে রূপের ঝালসা।।
বলে স্বামী মহানন্দ অশ্বিনী তুই চাষা,
তোর কর্মদোষে ঘটল না চাঁদ কার পরে বা কর গোসা।।