ভবঘুরেকথা

আমার মন মদ
খাইয়া মাতলামি করো
ভালো মন্দ বুঝ না
তুমি ভাবো তুমি ই একজনা।।

বাংলা হুইস্কি ছাতা মাথা
তাই খাইয়া কও নানান কথা
তুমি ঘুরে বেড়াও যথা তথা
যারে তারে গিয়া মারছো হানা
তুমি ভাবো তুমি ই একজনা।।

হর হামেশা অহর নিশি
কু নিশাতে বড় থাক খুশি
তুমি সাধু লোকে কইরা দুশি
খুশিতে হও আটখানা
তুমি ভাব তুমি ই একজনা।।

কয়লার গায়ে ময়লা যেমন
তোর দশা হয়েছে তেমন
ধুইলে কয়লা যায় না ময়লা
মাতাল রাজ্জাক একজনা
তুমি ভাব তুমি ই একজনা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!