(তাল – গড়খেমটা)
আমার মন মধুকর হওরে বিভোর প্রেম মধুপানে।
ভক্তি পাখা তোল উড়ে চল, প্রেমমধু আছেরে মন যেখানে।।
শ্রীগুরু পাদ পদ্ম কাননে,
গুণ গুণ স্বরে যাও উড়ে মধু যেখানে;
মত্ত হও প্রেম মধু পানে, ভুলে আর যাসনে আর যাসনে বিষয় কাননে।।
গুরু কল্প করুণা ডালে,
গুরুকৃপা চাকে মনের সুখে রও কুতুহলে;
এবার সাধুসঙ্গ ফুলে ফুলে মধুপান করবে রাত্রি দিনে।।
মতুয়া ময়রা রসের দোকানে
বিরাগ ভরে যাওরে উড়ে আনন্দে মনে,
প্রেম রসগোল্লা রস পানে, শান্তি পাবি সে রস আস্বাদনে।।
মধুর মর্ম্ম জেনে হীরামন,
শ্রীগুরু পাদ পদ্ম বনে থাকে অনুক্ষণ;
দশরথ মৃত্যুঞ্জয় লোচন, মধু পান করে প্রফুল্লমনে।।
গোঁসাই গোলোকচাঁদ সেই মধুর মহাজন,
দয়াল মহানন্দ ঘরে দুই করছে বিতরণ,
স্বামী তারকচাঁদের এই আকিঞ্চণ, অশ্বিনী মত্ত হও মধুপানে।।