আমার মরণকালে কর্ণে শুনাই ও কৃষ্ণনাম ললিতে গো
কর্ণে শুনাইও কৃষ্ণনাম।।
হাতে বাঁশি মাথে চূড়া, কটি তটে পীতধরা
মনচোরা হয় শ্যামরায়।।
হায়কৃষ্ণ হায়কৃষ্ণ বলে, প্রাণ যায় আমার দেহ ছেড়ে
আমার মরণকালে দেখাইও শ্যাম।।
যমুনার কিনারে নিয়ে গঙ্গাজলে মৃত্তিকা দিয়ে
আমার অঙ্গে লিখিও কৃষ্ণ নাম।।
ভাইবে রাধারমণ বলে, প্রেমানলে অঙ্গ জ্বলে
আমি পরকালে পাই যেন কৃষ্ণ নাম।।