আমার সকল ভালোবাসারে
আমার সকল প্রাণের ব্যথারে
দয়াল নাও তুমি নাও তোমার রাঙ্গা পায়।
যারে ভালোবেসে কাঁদলাম এতো
সে জ্বালার পর কতো জ্বালায়।।
কোন বিরহে অহোরহ
কতো পরান দিয়ে হয়রান হলাম জ্বালা দু:সহ;
এখন যা কিছু মোর তুমি লহো
গনা দিন ফুরায়ে যায়।।
কলো রাতে আলোর লেগে
আমি আলেয়ার পিছনে মিছে ছুটিলাম বেগে;
মরলাম ঘুরে ফিরে নিশি জেগে
মরম ফাটা বেদনায়।।
মরু বালুকায় উপরে
দয়াল শুকায়ে গেছে কতো আঁখির জল ঝরে;
আমার কাঁদন আঁখির বাঁধন ছিড়ে
রেখো তোমার চরণ ছায়।।
পাগল বিজয় কয়, কোন্ আকর্ষণে;
তোমার মিলন মেঘবারি বর্ষণে
সুশীতল করো আমায়।।