(তাল-ঠুংরী)
আমার হৃদয় কানন হে গুরুধন, আবাদ কর শ্রীপদ পরশনে।
আমার হৃদয় কানন অতি ভীষন, কাম-ব্যঘ্র রয় সেই বনে।।
১। কাম ব্যাঘ্রের ঐ ভীষন গর্জ্জনে,
বনজন্তু পালিয়ে যায় দুর্গম অরণ্যে।
আমি বলব আর কি, যত পাখী,
ভয়ে কম্প রয় গোপনে।।
২। কাননে কি সহর গ্রামে,
বায়ুভরে কাম ব্যাঘ্র, দিন রাতি ভ্রমে।
থাকলে বেহুসিয়ারে, খায় সে ধরে,
সারা করে জানে প্রাণে।।
৩। বনে আঠার জন, আঠার পাশে,
অস্ত্র হাতে গোপনেতে, রয়েছে হুসে।
বনে করে ধাববান, আরও নয়জন,
আছে কাম ব্যাঘ্রের ঐ অন্বেষণে।।
৪। জ্ঞান অনুরাগ ব্যাধ হয় দুজন,
(ব্যাঘ্র) মারবার লাগি, চির যোগি রয়েছে চেতন,
তবু তার ভিতরে, ব্যাঘ্র বরে,
আহার করে দিন দিনে।।
৫। আদিত্য কয় চাও যদি মুক্তি,
হরি গোসাইর কাছে গিয়ে শিলে কও যুক্তি,
দীনবন্ধুর এই ভাব উক্তি,
(গুরু) ব্যাঘ্র মার কৃপা বাণে।।
…………………………..
বিচ্ছেদ
রাগিনী-অরুণ ভেরি