আমায় আকুল করিল, আমায় পাগল করিল
শ্যাম বাঁকা নয়নে।
নয়ন বাঁকা ভঙ্গী বাঁকা আর যে অলকারেখা
আর বাঁকা সুবিয়াছে কুন্তল, শ্রবণে কি হেরিলাম
কালশশী কি সন্ধানে বাজায় বাঁশি
আমারে করিল পাগল বাঁশির গানে।
ভাইবে রাধারমণ বলে, কেন আইলে জলে গো।
সাধে সাধে হইলে পাগল শ্যামদরশনে।।