(তাল-ঠুংরী)
আমায় ছাড়িল বহুদিন ধরে কি দোষেতে পাইনে তারে।
আমি আশা করি দুঃখ ভারি, দেখা দেয়না অভাগীরে।।
১। আমি আশা করি পাব পাব,
পেলে পরে ঐ চরণে; বিকায়ে রব।
আমার সে কল্পনা, তাই হলনা
কাজ কিরে ছার জীবন ধরে।।
২। আমি এ দেহ আর রাখি কি কারণ,
এ জনমের মত যেয়ে ত্যজিব জীবন,
যাব আকুল প্রাণে, দারুণ বনে,
জীবন থাক কানন ভিতরে।।
৩। আমি বেহাল বেশে বনে এসে,
ঘুরে ঘুরে বেড়াতেছি সদা হুতাসে।
আমার হয়না মরণ এছার জীবন,
বিসর্জ্জন দেই কেমন করে।।
৪। আদিত্য কয় দীনবন্ধু শুন,
গুরুর দেহ মিছে যেয়ে কেন কর বিসর্জ্জন।
হরি অপরাধী মরবি যদি,
হরি গোসাইর থাক চরণ ধরে।।
…………………………..
বিচ্ছেদ
রাগিনী-অরুণভেরি