(তাল-ঠুংরী)
আমায় ফাঁকি দিয়ে এই করিলে, কোথায় যেয়ে লুকাইলে।
অনাথা অবলা আমি, তাই জেনে কেন নিদয় হলে।।
১। তারে যদি ধরা পেতেম একবার,
প্রাণ অন্তে ছাড়তেম না কখন বাসনা আমার।
আমি কেমনে ধরি সহচরী, কবে রব রূপ নেহালে।।
২। কো সন্ধানে তারে ধরি সই,
(বিরহ) যাতনায় মরি বল, কেম্নে ঘরে রই।
আমি যখন ভাবি রূপের ছবি, তরঙ্গ ভীষণ উথলে।।
৩। আমি অনুমানে রব কতদিন,
বর্ত্তমানে পেলে হয়ে রইতেম চরণের অধীন।
রইতেম কায়োমনে শ্রীচরণে, চিরদিনের দাসী বইলে।।
৪। আদিত্য কয় পেতে চাও যদি,
চাতক হয়ে তারে ভেবে, রও নিরবধি।
দীনা কয় সখী বল, মন নাই সরল, ধরি তারে কি কৌশলে।।
……………………………….
বিচ্ছেদ
রাগিনী-অরুণভেরি