আমি আমারে বেইচা দিছি।
মাইজভান্ডারে যাই রে
আমার কিছু নাই।।
গিয়েছিলাম প্রেমবাজারে
প্রেমরতন কিনিবারে,
কিনতে যাইয়া আসিয়াছি
নিজেরে বিকাই রে।।
জগৎ ষোড়শী কামিনী
অপরূপ সেই রূপের খনি,
অপলকে চেয়ে আছে
সিংহাসন সাজাইরে।।
ধনমান জীবন যৌবন
ঐ চরণে করেছি অর্পন,
আমার নামাজ রোজার বদৌলোতে
রাঙা চরণ চাইরে।।
গফুর হালীর অন্তর কানা
তামারে ভাবিল সোনা,
হৃদের মাঝে দেখলি নারে
জ্ঞান বাত্তি জ্বালাইরে।।
1 Comment