আমি আমার ঘর বেঁধেছি তুমি তাতে বসত কর
তোমার আগে আমি এলাম ঠিক করিয়া হিসাব ধর।।
আমার এই যত ইহকালে ঘরের যত মালামালে
তোমার হাতে জমা রাখলে চোনের মত ভাগে ভর।।
খোদা তুমি আস্ত চোর পার হয়ে যাও সমুদ্দুর
আমারে কব্বরে দিয়া কোন দেশেতে তুমি ঘোর?
তোমায় আমি চাইনি কভু ইচ্ছা করে এলে তবু
এখন আচ্ছা মতে হলেম কাবু আমায় কেন ছলনা।।