আমি আমায় জিজ্ঞাস করে পেলামনা এই আমির পরিচয়।
আমি কে আর কি বা আমি কতোজন কতো রকম কয়।।
আমি কে এই প্রশ্নের উত্তর জানতে যাই যখন
প্রশ্নকর্তা উত্তরদাতা এক জন কি দুই জন;
আবার এই প্রশ্নই বা করে কোনজন
ক্রমাগত বাড়ে সংশয়।।
চলে কে আর বলে বা কে কে করে শ্রবণ
কে বা খায় আর কে বা ঘুমায় কে দেখে স্বপন;
কে হাসে আর কে করে ক্রন্দন
কে করে এ-সব অভিনয়।।
শাস্ত্রে বলে দশ ইন্দ্রিয় রিপুর সংখ্যা ছয়
চিত্ত বুদ্ধি অহংকার মন কেহ আমি নয়;
হবে কি রূপে এই আমির নির্ণয়
বুঝায়ে কও মহোদয়।।
মহাসাধক তোমরা দার্শনিক বৈজ্ঞানিক
এই সমস্যার সমাধান কি পেয়েছো সঠিক;
ইহা ভাবতে গিয়ে হলো বিদিক
দিশেহারা পাগল বিজয়।।