(তাল-ঝাঁপ)
আমি উপায় কি করিব রে,
আমার মন মানে না।
আামর মন বলে যাই চলিয়ারে-
দিবা নিশি এই ধারণা।।
১। আমার বিবেক বন্ধু বিমুখ ছিল
বাধ্য হয়ে কাছে এল।
আমার অজ্ঞান অন্ধ ছেড়ে গেল,
জন্মে জ্ঞান সুমতি জনা।
২। আমার দুষ্ট ভগ্নি হয় কুমতি, যাত্রা কালে করে স্তুতি।
(অনুরাগ) ভ্রাতা চঞ্চলা অতি,
আমায় গৃহে রৈতে দেয় না।।
৩। আমি মায়া মাতা তেজ্য করে,
যাব এখন কি প্রকারে।
আমি সদা ভাবি তাই অন্তরে,
আমার মায়া মাতা আর ছাড়ে না।।
৪। হরি গোসাইর করণ চোটে, মায়ার বন্ধন যাবে কেটে।
এবার দীনা বলে নিস্কপটে,
(চলে) যাব কেন শুনি মানা।।
……………………………
বিচ্ছেদ
রাগিনী-কাহিনা