আমি করি আমারি বিচার
সৃষ্টি দুনিয়ার
আমি জাত আমি মুর্তি
আমার সৃষ্টি দিবারাতি
সৃষ্টি অতি সকলি আমার।।
প্রেম যমুনায় খেলিতে যাই
আশেক হইয়া মাশুক বানাই
গোপন ছুরত দেখিতে আমার
ছুইতে গিয়া মাসুকেরে
যত পরশ ঝইড়া পরে
ধরে সব মানুষের আকার
আমার সৃষ্টি দিবারাতি
সৃষ্টি অতি সকলি আমার।।
আমি আমার স্বভাব ধরি
ঘরে ঘরে মানুষ গড়ি
নিলা করি থাকিয়া এই পার
নাইরে আমার কূল কিনারা
বাচাঁ মরা আমার এখতিয়ার
আমার সৃষ্টি দিবারাতি
সৃষ্টি অতি সকলি আমার।।
আমি জোরের শিরমনি
খুন করি সব হইয়া খুনি
ধইরা আনি বাবার দরগায়
কোর্ট কাচারি রাজ সিংহাসন
চাহে আমার যুগল চরণ
লৌহ কলম ধলা চায় আমার
আমার সৃষ্টি দিবারাতি
সৃষ্টি অতি সকলি আমার।।
পাহাড় পর্বত হেরা গুহায়
আমি থাকি আমার সাধনায়
আমার দেওয়া যত গ্রন্থসার
কোরআন তৈরিতে
ইঞ্জিলেতে সকলি আমার মতে
পথে পথে ক্ষমা চায় বার বার
আমার সৃষ্টি দিবারাতি
সৃষ্টি অতি সকলি আমার।।
উপরে নিচে আমার ছবি
আমারে কেউ দেখবি যদি
হইয়া যাবি ভবনদী পার
মাতাল রাজ্জাকেরে পাইয়া কাছে
কেনবা তুই ঘুমালি মিছে
ডাক এসেছে যেতে চাই ঐ পার
আমার সৃষ্টি দিবারাতি
সৃষ্টি অতি সকলি আমার।।