আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি,
আমার বুকের পাটা শক্ত আছে, মালিক মাওলা মাইজভান্ডারী।।
আজরাইল যার আমিও তাঁর, দুইজন করি দুই চাকুরী,
আজরাইল জান কবছ করে, আমি করি তাবেদারি।।
মোরাকাবা মোশায়েদা, পীরের বরজক থাকলে ধরি,
রমেশ বলে আজরাইল এলে খোঁজে পায় না তার কোন বাড়ী।।