আমি কী করিতে কী করিলাম।
দুগ্ধেতে মিশালেম চোনা
দেখে শুনে জ্ঞান হলো না।।
মদন রাজার ডঙ্কা ভারি
হলাম তার আজ্ঞাকারি,
যাঁর মাটিতে বসত করি
চির দিন তারে চিনলাম না।।
রাগের আশ্রয় নিলেরে মন
কী করিতে পারে মদন,
আমার হলো কামলোভী মন
মদন রাজার গাঁঠরি টানা।।
উপর হাকিম একদিনে
কৃপা করলে নিজগুণে,
দ্বীনের অধীন লালন বলে
যেত মনের দোটানা।।