আমি কৃষ্ণ বলিয়া ত্যাজিব পরান যমুনারই নীরে।
কালা কাল বলে গিয়াছে চলে সই
সেই কালের শেষ নাহিরে।।
বাদল ঝরা পাগল আঁখি মানে না মানা
দিগাঞ্চলে মিশেছে সই দৃষ্টির সীমানা;
করি যার লাগিয়া আনাগোনা
সে এলো না ফিরে।।
মনের বনে ঘরের কোনে জ্বলে এক আগুন
কাল বৈশাখীর ঝরা পাতায় কাঁদিয়ে ফাল্গুন;
সইরে মলয় পবন জ্বালায় দ্বিগুণ
কালা বিরহীরে।।
শেষের দাবি রইলো সইরে ভুলিস না পাছে
শ্যাম বিরহে শ্যাম দুলালি প্রাণ ত্যাজিয়াছে;
তোরা এই খবর দিস বন্ধুর কাছে
আমার মাথার কিরে।।
কোন্ বিধাতা গড়ায়েছে এই ভালোবাসা
পাগল বিজয় বলে, এ যে শুধু আগুনের বাসা;
সইরে যার ঘটে নাই এ দুর্দশা
সে বুঝবে তার কীরে।।