(রাগিণী খাম্বাজ-তাল ঠুংরী)
আমি কেমন করে বাধ্য করি মনমত্ত করীরে।
ভাবেব ঘরে আনতে তারে, অভাবে সংগ্রাম করে।।
যোগমায়া শরজালে, বন্দি করে নানা ছলে,
আপনি আপন খেলে, কুতূহলে ফন্দি করে।।
ধরতে গেলে না দেয় ধরা, কখন হাতী কখন ঘোড়া,
কখন শূন্যে করে উড়া, উন্মত্ত আঁধার ঘরে।।
ভূতে ভূতে পেতে খেলা, ভেঙ্গে দিল সাধের মেলা,
মনোমোহনের কাঁধে ঝুলা, আর জানি কি আছে পরে।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত