(তাল –ঠুংরি)
আমি ঘুরে বেড়াই দেশ বিদেশে
কোথায় গিয়ে হরিচাঁদ পাবরে।
আমি হরির আশে, দেশ বিদেশে,
সদা বেড়াই ঘুরে ঘুরে।।
১। হরি আমার প্রাণের বড়ি, না দেখিলে জ্বলে মরি।
আমি কেমন করে, ধৈর্য্য ধরি, দিন রজনী প্রাণ পোড়ে।।
২। থাকে হরি যেই দেশে, যাব বলে সেই দেশে।
আমার যাওর্য়া হয় না, কর্ম্মদোষে, কুমতি রাখে ঘিরে।।
৩। বের হব হরিচাঁদ বলে, যা থাকে আমার কপালে।
আমি চরণের দাস, হয়ে রব, যদি দেখা পাই তারে।।
৪। কাতরে কয় দীনা বোকা, দেশবিদেশে ঘুরি একা।
আমি তবু হরি’র পাইনে দেখা, (আমি) উপায় কি করিব রে।।
……………………………
রাগিনী – ফকিরী ধাওয়া