আমি ডাকছি কাতরে
উদয় হওরে দীববন্ধু, হৃদয মন্দির্
তোমার ভক্তের সঙ্গে প্রেম তরঙ্গে করুণা কইরে।।
ভরিয়া পানেরই ভরা পাইযা না পাই কুর কিনারা
ভবনদীর বিষম পাড়ি নাই তরণী নাই কাণ্ডারী
আমারে পার করহে দয়াল হরি কেশেতে ধইরে।।
ভাইবে রাধারমণ বলে মানবজীবন যায় বিফলে
ভাইরে নিধিরামের এ বাসনা রইল শ্যামের চরণ তলে।।