আমি তাই কালোরূপ ভালোবাসি,
জগ-মন মজিলি এলোকেশী।
শ্যামা মন মজিলি এলোকেশী, ভালোবাসি,
আমি তাই কালোরূপ ভালোবাসি।
তিনি দেবের দেব মহাদেব
কালোরূপ তাঁর হৃদয়বাসী,
কালোবরণ ব্রজে জীবন
ব্রজাঙ্গনার মন উদাসী, ভালোবাসি।
আমি তাই কালোরূপ ভালোবাসি।
শোনেন বনমালী কৃষ্ণকালী
বাঁশিতে যে করে অসি,
প্রসাদ বলে অভেদ জ্ঞানে
কালো রূপের মেশামিশি, ভালোবাসি।
আমি তাই কালোরূপ ভালোবাসি।
[শ্যামা সংগীত]