(রাগিণী মনোহরসাই-তাল ঝাঁপতাল)
আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়।
তুমি আমার মনমহাজন, সদয় নিদয়।।
আমি তোমার পোষা পাখি, যা শিখাও তাই শিখি।
যা করাও তাই করি আমি, আমি আমি কিছু নয়।।
সংসার পিঞ্জরে তুমি, -রেখেছ রয়েছি আমি,
সুখ ভোগে আশ মিটে না ছুটিতে চাহে হৃদয়।।
আমারে লইয়ে তুমি, খেলা কর দিবা যামী,
হাসাইলে হাসি আমি, কান্দাইলে কান্দিতে হয়।।
চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি,
তুমি আমি, আমি তুমি, দেহ আত্ম পরিচয়।।
……………………………
আরো পড়ুন: মহর্ষি মনোমোহন ও মলয়া সঙ্গীত