ভবঘুরেকথা
উকিল মুন্সি

আমি তোর পিড়িতের মরা বন্ধু
চাইয়া দেখ না এক নজর বন্ধুরে
অপরাধী হলেও আমি তোর;
তোররে বন্ধু
অপরাধী হলেও আমি তোর।।

আমায় যদি দাও তাড়াইয়া
এমন জায়গা নাইরে গিয়া
এ অভাগার জুড়াইতাম অন্তর;
তুমি যদি ঘৃণা রাখো
আমি তোরে করিনা পর।।

কত দুঃখ আমার বুকে
দেখতে আসে পাড়ার লোকে
তোর কি নাই কলঙ্কেরই ডর;
আমি যদি যাই মরিয়া
কে করবে তোরে আদর।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!