আমি থাকবো বলে নির্বিবাদে
মনে ছিলো স্বাদ
ঘরে বড় ইঁদূরের উৎপাত।।
আমি থাকবো বলে নির্বিবাদে
ঘর বেঁধেছি মনের সাথে
একটা চিকা ইঁদূর উঠলো কাঁধে
ঘর করিলো খাদ খাদ
ঘরে বড় ইঁদূরের উৎপাত।।
ঘরের জিনিস পত্র যাহা ছিলো
সকলি তো বিনাশী লো
শুধু মাত্র ঘরে রইল
লোহার কয়টা পাত
ঘরে বড় ইঁদূরের উৎপাত।।
তারে ধরা যায়না এমনি চতুর
ঘরের যেন পোষা ইঁদূর
করে দিবা রাত্র কাটুর কুটুর
জীবন করিলো বরবাদ
ঘরে বড় ইঁদূরের উৎপাত।।
মাতাল রাজ্জাকে কয় শোন মমতী
জীবন ঘরে নিভলে বাতি
নামের যেন হয়না ক্ষতি
দিয়া অপবাদ
ঘরে বড় ইঁদূরের উৎপাত।।