আমি দীনহীন কাঙাল বেশে দয়াল
আর কতোকাল ঘুরবো বিদেশে,
আমি কি হতে যে কি হয়েছি
আরো কি হবো শেষে।।
জননী জঠরে হলো জন্ম সূত্রপাত
আলো বাতাস নাই সেখানে জগৎ জোড়া রাত;
শেষে দেখিলাম এক নতুন প্রভাত
ধরণির কূলে এসে।।
বাল্যকাল খেলার জগৎ খেলেছি কতো
দেখতে দেখতে সেই খেলার দিন হইলো গত;
যখন যৌবন হইলো সমাগত
সাজিলাম নতুন বেশে।।
দ্বারা-পুত্র পরিবার ভরিলো সংসার
কে যেন বলে যায় ডেকে আপন সারা সার;
ক্রমে ঘুচিলো সব আশার পশার
বার্ধক্যের পরিবেশে।।
পাগল বিজয় বলে এতো দিনে করিলাম কাল যাপন
বুঝিলাম কেহ কারো নয় মায়াময় স্বপন;
দয়াল যে-দেশ সবার চির আপন
আমায় পাঠায়ে দাও সেই দেশে।।