আমি দেখছি ঘরে ঘরে।
নৌকার মধ্যে নৌকা গড়ে, চরে শুনকার পরে।।
সে হিল্লা করে পবন ভবে, একি হায় হইলো।
আজব কাল হায় ঘোলা জল, তাতে হয় নৌকার সৃষ্টি রে।।
দেখি এক বিন্দু রতি, উহারা করে নিশী ‘ভগ’ রতি
দেখতে চমৎকার।।
নৌকার লোহা নাই, তক্তা নাই, নাই কাছি-দড়ি
নৌকার মধ্যে নৌকা গড়ে এসে কোন্ মিস্ত্রি।।
ফকির চাঁদ তাই খুঁজে বেড়ায়, কোনখানে না পাই
হেন কারিগর কোথায় রে।।