আমার বলতে শঙ্কা করে, আমি দেখে এলাম তারে।।
এক গুণমণি আছেন তিনি, আছেন এই ভবের পরে।।
তাহার গুণের সীমা নাই, গুণেতে না দেয় ক্ষমা
একই বায়ে তাঁর দন্ত গিয়েছে পড়ে।।
ব্রহ্মাণ্ড তার পেটোদরে, একবার এসে পড়ে রয়েছে
অধর ধরা বলব কিরে, জগৎ শব্দ সেই করে।।
নি:শব্দকে জব্দ সেই করি, কল্পে এসে হুকুম দেয় ভারী
সে কল্প চালায় কি করি, বলছে কথা ফকির চাঁদে রে।।