আমি পাইয়া কুমতিসঙ্গ মনমতিসঙ্গ সদায় পুড়ে
ও তারে করলে বারণ হয় না সারণ।।
সদায় থাকে রাগের ঘরে
আর গেল না মন কামের বিকার
হইল না রে ধানের সঞ্চার।।
আমি রিপু বশে মত্ত হইয়ে পাইড়েছি চৌরাশি ফেরে
সুমতির সঙ্গ হইলাম। ব্ৰজগোপী ভাবে মন মজল না।
আমি পঞ্চারসে রসিক পাইয়ে তার সঙ্গে প্ৰেম হইল না রে।।
খাটলাম রে ভূতের বেগার
কামিনী ডাকাতে রে মন লুটিল ভাণ্ডার।
ও রাধারমণ বলে অবুঝ মনরো আমার ভ্ৰান্তিদোষ গেলনা রে।।