আমি পালাইলাম রেখে গেলাম
যত জমিজমা
যাবার কালে দু’হাত তুলে
চেয়ে নিলাম ক্ষমা।।
আসছে সমন বিয়ার লগন
পাকছে মাথার চুল
গায়ের চামড়া ঢিল পরেছে
ফুটবে বিয়ার ফুল
বিয়ার বাদ্য শুনি
চোখের মনি বড় ঘোলা ঘোলা
আর কয়দিন রাখবি তোরা
ঘর দিয়ে তালা
যাবার কালে দু’হাত তুলে
চেয়ে নিলাম ক্ষমা
আমি পালাইলাম।।
আসা যাওয়া চাওয়া পাওয়া
নিয়তির বিধান
যাবার কালে রেখে গেলাম
আমার কিছু গান
আমার গানের কলি বাউল অঞ্জলি
করিও যতন
ঐ গানে লুকাইয়া আছে
সাত রাজার ই ধন
আমি পালাইলাম।।
দিলাম গানের ভালবাসা
নিলাম ফুলের মালা
হায়রে মানুষ বুঝলি নারে
বিদায়ের কি জ্বালা
খেলা সাঙ্গ হইল পইরা রইল
ঢোল খোল বেঁহালা
ফুরাইয়াছে মোর গান বাজনা
ফুরাইলো মোর খেলা
যাবার কালে দু’হাত তুলে
চেয়ে নিলাম ক্ষমা
আমি পালাইলাম।।
নানা রঙ্গে সেজে গুঁজে
আসছে নিঠুর বর
রাতে রাতে গরগড়ি তুফান বারি
বন্ধ দানা পানি
আয়লো তোরা দেখে যা লো
শেষ বিয়ার নিশানি
আমি পালাইলাম।।
ঘরে ঢুকবে বিষম চোরা
বাজাইয়া ডাক ঢোল
কাইরা নিবে ময়না পাখি
পইরা থাকবে খোল
পরবে গলাগলি ঢলাঢলি
কান্না কাটির রোল
মুসলমানদের আল্লাহ রাসূল
হিন্দু হরি বোল
আমি পালাইলাম।।
গরম জলে গোসল দিয়া
পরাবে কফিন
আতর গোলাপ মাইখা দিবি
আইলে বিয়ার দিন
আমি মহা ঠাঁটে চড়ুম খাটে
যাইতে ঐ পার
তোরা সব চাকর আমি,রাজা জমিদার
আমি পালাইলাম।।
বাঁশের আড়া মাটির ঘাড়া
চাঁটাই তার উপর
ঐ ঘরে আমারে দিয়া,তোরা হবি পর
যাবে সকল জ্বালা পঁচা
গলা মাটিতে মজিলে
মাতাল রাজ্জাকেরে পাবি না
আর হাজার কাঁদিলে
যাবার কালে দু’হাত তুলে
চেয়ে নিলাম ক্ষমা
আমি পালাইলাম।।